রসায়ন নবম দশম শ্রেণির অধ্যায় ১১ যশোর বোর্ড ২০১৬ || Chemistry Class 9-10 Chapter 11 Jashore 2016





 একটি হাইড্রোকার্বন যৌগে H = 17.24 % এবং যৌগটির আণবিক ভর 58.

                                                          যশোর বাের্ড ২০১৬
ক. ঊর্ধ্বপাতন কী?
খ. মােমবাতি প্রজ্জ্বলনকালে কয় ধরনের পরিবর্তন সংঘটিত হয় — ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের উল্লিখিত যৌগের আণবিক সংকেত নির্ণয় করাে।
ঘ. উল্লিখিত যৌগটি থেকে ফ্যাটি এসিড প্রস্তুত করা সম্ভব কি - না মতামত দাও।

যে প্রক্রিয়ায় কোন কঠিন পদার্থকে তাপ দিলে তা সরাসরি গ্যাসে পরিণত হয় এবং ঠাণ্ডা করলে সরাসরি কঠিনে রূপান্তরিত হয় তাকে ঊর্ধ্বপাতন বলে।

মােম যখন জ্বলতে থাকে তখন পদার্থের তিনটি অবস্থাই একসাথে দেখা যায়। মােম গলতে শুরু করলে এর মধ্যের সুতাটি তা শোষণ করে নেয়। সুতার অগ্রভাগে মােম গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। একে আমরা মােমের বাম্প বলি। জ্বলনের সময় কঠিন, তরল ও গ্যাসীয় তিনটি অবস্থাই দেখা যায় বলে মােমের জ্বলন ভৌত পরিবর্তন।
আবার, মােম একটি হাইড্রোকার্বন অর্থাৎ জৈব যৌগ, পর্যাপ্ত বাতাসের উপস্থিতিতে মােমের দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড ও জলীয়বাষ্প উৎপন্ন হয়।
মােম + O₂ (g) → CO₂ (g) + H₂O (g) + তাপ + আলাে
সুতরাং এটি একটি রাসায়নিক পরিবর্তন।
সুতরাং, মােমবাতি প্রজ্জ্বলনকালে ভৌত ও রাসায়নিক উভয় ধরনের পরিবর্তন সংগঠিত হয়।

যৌগটি যেহেতু হাইড্রোকার্বন তাই এতে C ও H বিদ্যমান।
H আছে 17.24%
সুতরাং , C আছে (100 - 17.24) বা 82.76%
মৌলসমূহের শতকরা সংযুতিকে যার যার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই।
C = 82.76/12 = 6.89
H = 17.24/1 = 17.24
প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা 6.89 দ্বারা ভাগফলগুলোকে পুনরায় ভাগ করে পাই।
C = 6.89/6.89 = 1
H = 17.24/6.89 = 2.5
সংখ্যাগুলোকে পূর্ণসংখ্যায় নিতে 2 দ্বারা গুণ করে পাই।
C = 2
H = 5
সুতরাং যৌগটির স্থূল সংকেত C₂H₅
ধরি, যৌগটির আণবিক সংকেত (C₂H₅)n
এখানে, যৌগের আণবিক সংকেতের ভর = 58
∴ (C₂H₅)n = 58
বা, (12×2+1×5)n = 58
বা, 29n = 58
বা, n = 2
যৌগটির আণবিক সংকেত (C₂H₅)₂ বা C₄H₁₀

'গ' হতে পাওয়া উদ্দীপকের যৌগটি একটি অ্যালকেন, অর্থাৎ বিউটেন।
এ অ্যালকেনকে মৃদু সূর্যালােকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ক্লোরাইড তৈরি করে তাকে জলীয় NaOH এর সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করা হয়। উৎপন্ন অ্যালকোহলকে শক্তিশালী জারক K₂Cr₂O₇ এবং H₂SO₄ দ্বারা জারণ করলে প্রথমর অ্যালডিহাইড ও পরে জৈব এসিড উৎপন্ন হয়।
CH₃ - CH₂ - CH₂ - CH₃ + Cl₂→CH₃ - CH₂ - CH₂ - CH₂Cl + HCI
CH₃ - CH₂ - CH₂ - CH₂Cl + NaOH(aq) → CH₃ - CH₂ - CH₂ - CH₂OH + NaCl
CH₃ - CH₂ - CH₂ - CH₂OH + [O]→ CH₃ - CH₂ - CH₂ - CHO + H₂O
CH₃ - CH₂ - CH₂ - CHO + [O]→ CH₃ - CH₂ - CH₂ - COOH
অর্থাৎ, উদ্দীপকের যৌগ থেকে জৈব এসিড প্রস্তুতি সম্ভব।

Previous
Next Post »