দুই কার্বনবিশিষ্ট একটি অ্যালকেন 'A'। মৃদু সূর্যালােকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে B যৌগ ও HCl উৎপন্ন করে। B- এর সাথে জলীয় NaOH যােগ করলে C যৌগ উৎপন্ন হয়।
বরিশাল বাের্ড ২০১৬
ক. একটি প্রােটনের ভর কত?
খ. অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন?
গ. C যৌগ থেকে কিভাবে অ্যালকিন পাওয়া যায় ব্যাখ্যা কর। ঘ. A যৌগ থেকে জৈব এসিড প্রস্তুত সম্ভব কিনা যুক্তিসহকারে বিশ্লেষণ কর।
একটি প্রােটনের ভর 1.673x 10 ̄²⁴গ্রাম।
প্যারাফিন অর্থ আকর্ষণ নেই। অ্যালকেন সমূহ কার্বন— কার্বন এবং কার্বন - হাইড্রোজেন একক সমযােজী বন্ধন দ্বারা গঠিত। এছাড়া এসব যৌগে দ্বি-বন্ধন বা ত্রি-বন্ধন না থাকায় এরা সহজে কোনাে প্রকার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাই এদেরকে প্যারাফিন বলে।
উদ্দীপকের A দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাই এটি হলাে CH₃ - CH₃। উদ্দীপক অনুসারে বিক্রিয়াসমূহ হলাে
CH₃ - CH₃ + Cl₂→CH₃ - CH₂Cl + HCI
A যৌগ B যৌগ
CH₃ - CH₂Cl + NaOH(aq) → CH₃ - CH₂OH + NaCl
B যৌগ C যৌগ
অর্থাৎ C যৌগটি ইথাইল অ্যালকোহল বা ইথানল। এখন C যৌগকে গাঢ় H₂SO₄ এর উপস্থিতিতে উত্তপ্ত করলে এক অণু পানি অপসারিত হয়ে অ্যালকিন বা ইথিন উৎপন্ন হয়।
CH₃ - CH₂ – OH → CH₂ = CH₂ + H₂O
ইথিন
ইথিন একটি অ্যালকিন।
উদ্দীপকের A এর সংকেত হচ্ছে CH₃ - CH₃। এ অ্যালকেনকে মৃদু সূর্যালােকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ক্লোরাইড তৈরি করে তাকে জলীয় NaOH এর সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করা হয়। উৎপন্ন অ্যালকোহলকে শক্তিশালী জারক K₂Cr₂O₇ এবং H₂SO₄ দ্বারা জারণ করলে প্রথমর অ্যালডিহাইড ও পরে জৈব এসিড উৎপন্ন হয়।
CH₃ - CH₃ + Cl₂→CH₃ - CH₂Cl + HCI
CH₃ - CH₂Cl + NaOH(aq) → CH₃ - CH₂OH + NaCl
CH₃CH₂OH + [O]→ CH₃ - CHO + H₂O
CH3 - CHO + [O]→ CH₃COOH
অর্থাৎ, A যৌগ থেকে জৈব এসিড প্রস্তুতি সম্ভব।
EmoticonEmoticon