মােমবাতি প্রজ্জ্বলনকালে কয় ধরনের পরিবর্তন সংঘটিত হয় — ব্যাখ্যা কর।

মােম যখন জ্বলতে থাকে তখন পদার্থের তিনটি অবস্থাই একসাথে দেখা যায়। মােম গলতে শুরু করলে এর মধ্যের সুতাটি তা শোষণ করে নেয়। সুতার অগ্রভাগে মােম গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। একে আমরা মােমের বাম্প বলি। জ্বলনের সময় কঠিন, তরল ও গ্যাসীয় তিনটি অবস্থাই দেখা যায় বলে মােমের জ্বলন ভৌত পরিবর্তন।

আবার, মােম একটি হাইড্রোকার্বন অর্থাৎ জৈব যৌগ, পর্যাপ্ত বাতাসের উপস্থিতিতে মােমের দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড ও জলীয়বাষ্প উৎপন্ন হয়।

মােম + O₂ (g) → CO₂ (g) + H₂O (g) + তাপ + আলাে

সুতরাং এটি একটি রাসায়নিক পরিবর্তন।

সুতরাং, মােমবাতি প্রজ্জ্বলনকালে ভৌত ও রাসায়নিক উভয় ধরনের পরিবর্তন সংগঠিত হয়।

Previous
Next Post »